মালদা

সংশোধনাগারে বন্দিকে মারধরের অভিযোগ, জেল সুপারকে তলব করল মালদা জেলা আদালত

মালদা জেলা সংশোধনাগারে কয়েদিকে মারধরের ঘটনায় জেল সুপারকে তলব করল মালদা জেলা আদালত। নিগৃহীত ঐ বিচারাধীন বন্দির সুরক্ষার জন্য বালুরঘাট সংশোধনাগারে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। গোটা ঘটনা ঘিরে চরম অস্বস্তিতে জেলার জেল প্রশাসন। যদিও এ ব্যপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংশোধনাগারের তরফে। 

জানা যায় নিগৃহীত ঐ বিচারাধীন বন্দীর নাম লাল্টু শেখ। উল্লেখ্য, গত দেড় বছর আগে মানিকচক পেট্রল পাম্প ডাকাতির ঘটনায় মানিকচক থানার পুলিশ কালিয়াচকের বাসিন্দা লাল্টু শেখকে গ্রেফতার করে। গত ৩১ মে আদালতের অ্যডিশনাল ডিসট্রিক্ট জর্জ শ্রী দমন প্রসাদের এজলাসে সে ডান হাত ভাঙা অবস্থায় আসে এবং নিজে থেকে জানায় যে, তার কাছে টাকা চেয়ে দুজন কয়েদি ব্যাপক মারধর করে। সে জেলে নিরাপত্তার অভাববোধ করছে। তারপরেই বিচারক তাকে মালদা ম্যেডিক্যল কলেজে ভর্তির নির্দশ দেয়। সেই সঙ্গে জেল সুপারকে তলব করে জেলা আদালত। 

এদিকে লাল্টু শেখ বলে, আমি বালুরঘাট জেল থেকে মালদা জেলে আসি । কিন্তু এখানে ঘুমানর বেডের জন্য ৫ হজার টাকা দাবী করে দুই কয়েদি । আমি ৪ হাজার টাকা দিয়েছি । বাকি ১ হজার টাকা দিতে না পারায় ৩০ তারিখ রাতে রাজু ও হাকিম নমে দুই কয়েদি ব্যপক মারধর করে । ৩১ তারিখ হাজিরার সময় আমি ঘটনাটি জজ সাহেবকে জানায় ।এমনকি বিষয়টি জেল সুপারকে জানালে কোন সহযোগীতা পায়নি বলে দাবী করেন তিনি।

আইনজীবী শংকর চৌধুরি জানান, গত দেড় বছর আগে মানিকচক পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় মানিকচক থানার পুলিশ কালিয়াচকের বাসিন্দা লাল্টু শেখকে গ্রেফতার করে। যার কেস নং ৮৮/১৭। গত ৩১ মে আদালতের অ্যডিশনাল ডিসট্রিক্ট জর্জ শ্রী দমন প্রসাদের এজলাসে সে ডান হাত ভাঙা অবস্থায় আসে এবং নিজে থেকে জানায় যে, তার কাছে টাকা চেয়ে দুজন কয়েদি ব্যাপক মারধর করে। সে জেলে নিরাপত্তার অভাববোধ করছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/WyuMEkufZXc